Abu Sayed
শিরোনাম: অশ্রু দ্বারা
লেখক: আবু ছায়েদ মেম্বার
২২/০৬/২০২৫
অশ্রু দ্বারা, অশ্রু ধারা বয়ে দুই নয়নে
মোর হৃদয় মাঝে পড়েছে কত যে রেখা,
হয়তো,কোনদিন মুছবেনা সেই রেখা
আমি পাইনি এখনো তোমার যে দেখা।
ধন সম্পদ, রাজ প্রাসাদ কিছুই চাইনা
আমি শুধু চাই,তোমার ওই রাঙ্গাচরণ,
দূরে থেকে কষ্ট দিওনা দিওয়ানা মোরে
তুমি বাঁচাও, বাঁচাও আমার এ জীবন।
আমি তো সুখে ছিলাম,ছিলাম একা
কেন সংগোপনে নিগুর বনে হয়েছিল,
তুমি করেছিলে,করেছিলে তুমি কৌশলে
আমি অভাগার বাসরে হঠাৎ যে দেখা।
দেওয়া প্রেম,প্রত্যাখ্যান করিতে পারিনি
আমি করিতে পারিনা লালসায় প্রত্যাখ্যান,
তোমার প্রেমেই তো পেয়েছি মাটির দেহে
বিশ্ব ভ্রমণ করিতেছে তোমার দেওয়া প্রাণ।
সারা বিশ্ব নিয়ে খেলছো তোমার প্রেম খেলা
আমার বেলায়,আমার বেলা করছো অবহেলা,
দেখা দিয়ে বন্ধ করিতে পারো সে অশ্রু খেলা
মিটাতে পারো,পার মিটাতে কষ্টের সে দ্বারা।
বাঁধ মানে না,আমার সেই পাগল মনে একটুও
শুধু তোমায় চাই,কোথায় তোমার দেখা পাই,
আশা ভরসা যত দিয়েছিলে তুমি যে আমায়
বাস্তবে দেখে উঠছো অশ্রু ছাড়া কিছু না পাই।
تعليقات
إرسال تعليق